নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী শনিবার ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটি এই সমাবেশের মাধ্যমে শোডাউন করতে চাইছে, দেখাতে চাইছে বড় জমায়েত।
সারাদেশ থেকে লোক জমায়েত করতে সংগঠনটির বেশ তোড়জোড় দেখা যাচ্ছে।
এরমধ্যেই শীর্ষ নেতারা দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর করেছেন। উদ্দেশ্য শনিবারের মহাসমাবেশে ঢাকায় লোক সমাগম ঘটানো।
হেফাজত এমন এক সময়ে 'বড় কর্মসূচি' নিয়েছে, যখন বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ ঘটছে। হেফাজতের নেতৃত্বের বেশিরভাগই বিভিন্ন ইসলামি দলের নেতা।
ফলে হেফাজতের কর্মসূচির পেছনে রাজনীতি আছে কি-না সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি দাবি আদায়ে মহাসমাবেশের মতো কর্মসূচি দেওয়ার প্রয়োজন হলো কেন- সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।
যদিও হেফাজত বলছে, 'কর্মসূচির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই'।
"এখান থেকে ইসলামী দলগুলোর কোনো রাজনৈতিক অভিপ্রায় দেখছি না আমি," বলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।
Post a Comment