আমাদের দেশ কখনো বিক্রি হবে না, ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রী


 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের দেশ কখনো বিক্রি হবে না।’ স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁরা বৈঠক করেন।

বৈঠকে ট্রাম্প সদ্য নির্বাচিত কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে বলেন, ‘আপনারা যদি আমেরিকার ৫১তম রাজ্য হতে রাজি হন, তাহলে এটা হবে এক অসাধারণ বন্ধন (ম্যারেজ)।’

কিন্তু বৈঠক শেষে উভয় নেতাই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান। তবে কার্নি বলেছেন, তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন, তিনি যেন ‘কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো বন্ধ করেন’।

আবাসন ব্যবসায়ী ট্রাম্পকে বৈঠকে কার্নি বলেছেন, ‘আপনি জানেন, কিছু জায়গা কখনো বিক্রি হয় না—যেমন ওভাল অফিস কিংবা ব্রিটেনের বাকিংহাম প্যালেস। কানাডাও সে রকমই।’

কার্নি আরও বলেন, ‘গত কয়েক মাসে নির্বাচনী প্রচারণার সময় আমি কানাডার জনগণের সঙ্গে কথা বলেছি। তাঁরা স্পষ্ট করে বলেছেন, কানাডা বিক্রি হবে না। কখনো না।’

ট্রাম্প উত্তরে বলেন, ‘কখনো না—এটা কখনো বোলো না।’

৬০ বছর বয়সী লিবারেল পার্টির নেতা কার্নি ২৮ এপ্রিলের নির্বাচনে জয়ী হন। নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের সঙ্গে কড়া অবস্থানে যাবেন। তখন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, উত্তর আমেরিকার দুই প্রতিবেশীর সম্পর্ক আর আগের মতো থাকবে না।

প্রসঙ্গত, ট্রাম্প কানাডার বিরুদ্ধে শুল্ক আরোপ করে বড়সড় বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন। একই সঙ্গে তিনি বারবার বলে আসছেন, ‘কানাডাকে আমেরিকার অংশ হওয়া উচিত।’ কানাডা ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র এবং যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদার।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs