আলোচনায় ‘ভুল চুক মাফ’, তিন দিনে কত আয় করল কমেডি ছবিটি

 খুব সহজেই জিতে নিন ১০০ টাকা পুরস্কার এবং সাথে সাথেই পেয়ে যান আপনার বিকাশ নাম্বারে এই সাইটে গিয়ে আপনার ভাগ্য চেক করুন আর পেয়ে যান নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ক্লিক করুন

ভুল চুক মাফ’ সিনেমার পোস্টার থেকে।
গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। দীনেশ বিজন প্রযোজিত এই ছবি সবার ভালোবাসা কুড়াচ্ছে। তিন দিনে ছবিটি ৫০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

করণ শর্মা পরিচালিত ‘ভুল চুক মাফ’ ছবিটি মুক্তির প্রথম দিন ৭ কোটি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছে। গত শনিবার অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিন ছবিটি ৯ কোটি ৫ লাখ রুপি আয় করেছিল। গতকাল রোববার ছিল ভারতে ছুটির দিন। ছুটির ফায়দা ভালোভাবেই তুলেছে ছবিটি।

মুক্তির তৃতীয় দিনে ‘ভুল চুক মাফ’ আয় করেছে ১১ কোটি ২৫ লাখ রুপি। মুক্তির তিন দিনে ছবিটির সর্বসাকল্যে আয় ২৭ কোটি ৭৫ লাখ রুপি। এই গতি অব্যাহত থাকলে ‘ভুল চুক মাফ’ খুব শিগগির ৫০ কোটির অঙ্ক পার করে ফেলবে।

‘ভুল চুক মাফ’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি—‘কেশরী বীর’ ও ‘কপকপি’। এ দুই ছবিকে পেছনে ফেলে দিয়েছে রাজকুমারের কমেডি ছবিটি।

এদিকে বক্স অফিসে দুই হলিউড ছবির সঙ্গে টক্কর হয়েছে ‘ভুল চুক মাফ’-এর। এই দুই হলিউড ছবি হলো ‘মিশন ইমপসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন ৬’। এই দুই হলিউড ছবির দাপটের মধ্যেও বক্স অফিসে আয় করছে ‘ভুল চুক মাফ’।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs