সহজেই জিতে নিন ১০০ টাকা পুরস্কার এবং সাথে সাথেই পেয়ে যান আপনার বিকাশ নাম্বারে এই সাইটে গিয়ে আপনার ভাগ্য চেক করুন আর পেয়ে যান নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ক্লিক করুন
‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার।চার সিনেমা নিয়ে চরকির এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘বিরাট গুরুর হাট’ পাওয়ার্ড বাই গ্রামীণফোন। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার-স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়। দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।’
চরকির সিনিয়র ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড শেখ কোরাশানী জানান, ক্রাফটিংয়ের গুরু, রোমান্সের গুরু, থ্রিলের গুরু, ড্রামার গুরু, অ্যাকশনের গুরু, অ্যাক্টিংয়ের গুরু, অর্থাৎ সব নাটের গুরু একসঙ্গে আছেন। তাই চরকির এই ক্যাম্পেইনের নাম বিরাট গুরুর হাট।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক মেহেদী হাসান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গত রোববার বিকেলে চরকি কার্যালয়ে ‘বরবাদ’ সিনেমা নিয়ে চুক্তি স্বাক্ষর করেন চরকির সিইও রেদওয়ান রনি ও সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার।
প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘বরবাদ’ কেমন সাড়া ফেলেছে, কেমন ব্যবসা করেছে, তা সবার জানা। দেশ-বিদেশের অনেক মানুষ ‘বরবাদ’ দেখেছেন, আবার অনেকে এখনো দেখার সুযোগ পাননি। তাঁরা এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন। বলা যায়, কোরবানির ঈদেও ‘বরবাদ’–ঝড় থামছে না।
‘দাগি’ নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমার বিশ্বাস, আমার সিনেমাটি চরকির দর্শকেরা পছন্দ করবেন। অনেকেই যাঁরা সিনেমাটি দেখতে পারেননি, তাঁরা দেখার সুযোগ পাবেন এবং আমার আশা, দর্শকদের ভালো লাগবে।’
ঈদুল ফিতরে প্রশংসা কুড়িয়েছে ‘জংলি’। জনি ও পাখির সম্পর্ক দর্শকদের আবেগতাড়িত করেছে। সিনেমাটির অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘অনেক বছর পর পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা নির্মিত হয়েছে।
Post a Comment