‘তাণ্ডব’ দেখে কেন বারবার চমকে উঠলাম

 সহজেই জিতে নিন ১০০ টাকা পুরস্কার এবং সাথে সাথেই পেয়ে যান আপনার বিকাশ নাম্বারে এই সাইটে গিয়ে আপনার ভাগ্য চেক করুন আর পেয়ে যান নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ক্লিক করুন


গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’।

রায়হান রাফীর সিনেমা সম্পর্কে বেশ আগে থেকেই ধারণা ছিল। ‘পরাণ’ সিনেমার পর সাম্প্রতিক সময়ে তাঁর সব কাজই প্রশংসিত হচ্ছে। বর্তমানে ঢালিউডের আলোচিত নির্মাতাদের একজন তিনি। অন্যদিকে ‘প্রিয়তমা’ সিনেমার পর সব কটি সফল সিনেমা দিয়ে ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে শাকিব খানের। কদিন আগে নিজেই তিনি জানিয়েছেন এ কথা। এই জুটির দ্বিতীয় সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। ‘তুফান’ সিনেমার পর চেনা জুটি রাফী-শাকিব কি পারলেন দর্শক মন জয় করতে?

এটুকু বলা যায়, দিন দিন চেনা রাফীও বদলে যাচ্ছেন। চেনা ছকে তিনি আর গল্প বলবেন না, ‘তাণ্ডব’ দেখে বোঝা গেল। বরাবরের মতো ননলিনিয়ার এই উপস্থাপনা ভালো লেগেছে। এমন নতুনত্বই দরকার। তা না হলে তো আর বাংলাদেশের সিনেমা নিয়ে হঠাৎ কথা হতো না। যে উচ্চবিত্ত দর্শক ঢালিউডের মূলধারার সিনেমা নিয়ে এত দিন নাক সিটকিয়েছে, তারা এখন শোনে, শাকিব-রাফীর সিনেমার টিকিট নেই। তাদের হলমুখী করার অবদান রাফীকেও দিতে হবে। ফেরা যাক সিনেমার সাব–প্লটে।


স্বাধীন ২২ বার ভাইভা দিয়েছেন, কিন্তু চাকরি হচ্ছে না। বিয়ের বাজারে প্রেমিকার পরিবার এমন ছেলের সঙ্গে বিয়ে দেবে না, স্বাভাবিক। পাত্রীর পীড়াপীড়িতে পাত্র অবশেষে শেষ সুযোগ পায়, দুই মাসের মধ্যে চাকরি পেয়ে বিয়ে করবে। চাকরি খুঁজতে গ্রাম থেকে চলে আসতে হয় ঢাকায়। কিন্তু সেই চেনা হাহাকার, কোথাও কোনো চাকরি নেই। ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়ে দেশের গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে জায়গা হয় স্বাধীনের। এতটুকু পড়ে কী মনে হচ্ছে? গল্পের শুরুটা আমাদের খুবই চেনা। তাহলে ‘তাণ্ডব’ কেন দেখবেন?

বেকারত্বের গল্পকে মূল গল্প ভাববেন না। এটা সামান্য একটা অংশ। গল্পের এই গাঁথুনি সিনেমাটিকে ড্রামা জনরা থেকে থ্রিলার হয়ে ওঠার নিয়ামক হিসেবে কাজ করেছে। চেনা গল্প এগিয়ে যেতে থাকলে আর সাধাসিধে মনে হয় না। গল্পটি মনে করিয়ে দেয় দেশে ঘটে যাওয়া স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডের কথা। সিনেমায় একে একে উঠে আসে বেকারত্ব, মানবাধিকার, গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা, অবাধ দুর্নীতি ও গোপন টর্চার সেলের মতো বিষয়গুলো। কিন্তু স্বাধীন চরিত্রের শাকিব খান এসবের ধার ধারেন না। নীতি আর আদর্শের কথা দিয়ে সাধারণ মানুষের মন জয় করলেও শেষ পর্যন্ত তিনি আদর্শকে ধারণ করেন না। জয়া আহসানের একটি সংলাপ এমন, ‘আইনের সুশাসন প্রতিষ্ঠার কথা বলছেন; কিন্তু আপনি নিজেই আইন মানছেন না।’ এই সংলাপের মধ্যে লুকিয়ে রয়েছে অর্থ। যা দর্শক সারিতে প্রশ্ন ছুড়ে দেয়, শাকিব খান কি আবার খলচরিত্রে অভিনয় করেছেন? যেমনটা দেখা গিয়েছিল ‘তুফান’ সিনেমায়? ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব এক রহস্যের জাল বিছিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs