খুব সহজেই জিতে নিন ১০০ টাকা পুরস্কার এবং সাথে সাথেই পেয়ে যান আপনার বিকাশ নাম্বারে এই সাইটে গিয়ে আপনার ভাগ্য চেক করুন আর পেয়ে যান নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে এক অসাধারণ ঘটনার সাক্ষী হয়ে রইল। পুনের ওয়ানওরিতে বিয়ের অনুষ্ঠানের সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে একটি হিন্দু পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল একটি মুসলিম পরিবার।
গত মঙ্গলবার সন্ধ্যায় ওয়ানওরি এলাকার একটি হলে এক মুসলিম যুগলের বিয়ে–পরবর্তী অনুষ্ঠান চলছিল। ওই সময় ঠিক পাশেই খোলা মাঠে এক হিন্দু যুগলের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তাদের ধর্মীয় আচার–অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।
সংস্কৃতি কাওয়াদে পাতিল ও নরেন্দ্র গালান্দে পাতিলের বিয়ে হওয়ার কথা ছিল অলংকরণ লনসে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে। কিন্তু হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়।
নরেন্দ্রের পরিবারের এক সদস্য জানান, ওই মাঠের চারপাশে তখন হুলুস্থুল অবস্থা। ঠিক পাশেই একটি মুসলিম যুগলের বিয়ের অনুষ্ঠান চলছিল।
ওই সদস্য বলেন, ‘আমরা তাদের অনুরোধ করি, যেন কিছু সময়ের জন্য আমাদেরকে তাদের হলের অর্ধেক অংশ ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। সেখানে আমরা “সপ্তপদী” (বিয়ের প্রধান রীতির) অনুষ্ঠান সম্পন্ন করতে চাই।’
মুসলিম পরিবারটি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং তারা তাদের মঞ্চ ছেড়ে দেয়।
পাতিল পরিবারের ওই সদস্য বলেন, ‘ওই পরিবারের অতিথিরাও মঞ্চে আমাদের ধর্মীয় রীতির আয়োজন করতে সাহায্য করেন। দুই ধর্মের রীতিনীতি ও বিশ্বাসকে সম্পূর্ণ সম্মান জানিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।’
পরে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে খাওয়াদাওয়া উপভোগ করেন। নববিবাহিত মুসলিম দম্পতি মাহিন ও মোহসিন এবং হিন্দু দম্পতি নরেন্দ্র ও সংস্কৃতি মঞ্চে উঠে একসঙ্গে ছবি তোলেন।
এই ঘটনা দুই ধর্মের মধ্যে সৌহার্দ্য ও সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
Post a Comment