গাজীপুরে দগ্ধ আরেক শিশুর মৃত্যু, চলে গেলেন পাঁচজনই

 

গাজীপুরে আগুনে দগ্ধ  শিশু তানজিলা আক্তার (১০) মারা গেছে। এ নিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ একে একে পাঁচজনই  মারা গেলেন।

গতকাল রোববার রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তানজিলার মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার রাতে গাজীপুরের মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হন পারভীন (৩৫), তাসলিমা (৩০), সীমা (৩০), তানজিলা (১০) ও  এক বছর বয়সী আইয়ান।

সেদিন রাতেই তাঁদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়।

গত ২৭ এপ্রিল রাত আটটার দিকে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে পাঁচজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে পারভীন আক্তার নামের এক নারী রান্না করছিলেন। এ সময় গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে পারভীনসহ পাঁচজন দগ্ধ হন। তাঁদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs