খুব সহজেই জিতে নিন ১০০ টাকা পুরস্কার এবং সাথে সাথেই পেয়ে যান আপনার বিকাশ নাম্বারে এই সাইটে গিয়ে আপনার ভাগ্য চেক করুন আর পেয়ে যান নিশ্চিত পুরস্কার বিস্তারিত জানতে ক্লিক করুন
হলিউড তারকা আর পাপারাজ্জিদের কাজিয়া নতুন কিছু নয়। বেশির ভাগ ক্ষেত্রেই গোল বাঁধে অনুমতি না নিয়ে তারকাদের ছবি নিয়ে। তবে এবার হয়েছে উল্টোটা। অনুমতি না নিয়ে পাপারাজ্জিদের ছবি ব্যবহার করায় মামলা হয়েছে হলিউডের গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের নামে। খবর বিবিসির
হলিউডের এক পার্টিতে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন লোপেজ। আলোকচিত্রী এডউইন ব্লাঙ্কো ও পাপারাজ্জি সংস্থা ব্যাকগ্রিড অভিযোগ তুলেছে, অনুমতি না নিয়েই তিনি ছবিগুলো ব্যবহার করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে লস অ্যাঞ্জেলেসের অ্যামাজন এমজিএম স্টুডিওস এবং ভ্যানিটি ফেয়ার আয়োজিত পার্টিতে যোগ দিয়েছিলেন লোপেজ। সেখানে একটি হোটেলের বাইরে সাদা পোশাক ও সাদা কৃত্রিম পশমের কোট পরা অবস্থায় তাঁকে দেখা যায়। সেই মুহূর্তের কয়েকটি ছবি তিনি ইনস্টাগ্রাম ও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন। পরে সেগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্যান পেজ ও ফ্যাশন পেজে।
আইনজীবীদের বরাত দিয়ে বলা হয়, ব্যাকগ্রিড ও ব্লাঙ্কো পরে লোপেজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে একটি চুক্তিতে পৌঁছান এবং পারিশ্রমিকও নির্ধারিত হয়। তবে এখন পর্যন্ত লোপেজ সেই চুক্তিতে স্বাক্ষর করেননি।
এটাই প্রথম নয়, ২০১৯ ও ২০২০ সালেও অন্যদের তোলা ছবি শেয়ার করে আইনি সমস্যায় পড়েছিলেন লোপেজ। একই ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন ডুয়া লিপা, জিজি হাদিদসহ আরও অনেক তারকা।
ছবিগুলোর কপিরাইট দাবি করা সংস্থা ব্যাকগ্রিড ও আলোকচিত্রী ব্লাঙ্কো প্রতিটি ছবির জন্য ১ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়েছেন। তাঁদের দাবি, লোপেজ এই ছবিগুলো ব্যবহার করেছেন নিজের প্রচার করার উদ্দেশ্যে—যেমন পোশাক ও গয়নার ডিজাইনারদের তুলে ধরা, ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং ব্র্যান্ড পার্টনারশিপকে গুরুত্ব দিয়ে দেখাতে।
মামলার নথিতে বলা হয়েছে, ‘মিস লোপেজের এই ছবিগুলোর অননুমোদিত ব্যবহার ছিল বাণিজ্যিক স্বার্থে এবং আত্মপ্রচারের উদ্দেশ্যে।’ এতে আরও উল্লেখ করা হয়, ছবিগুলোর কপিরাইট সাধারণত থাকে আলোকচিত্রী বা সংশ্লিষ্ট সংস্থার কাছে এবং তারাই ঠিক করে ছবিগুলো কোথায় কীভাবে ব্যবহার করা যাবে। ছবির দামও তারাই ঠিক করে।
Post a Comment